রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে অজ্ঞাতনামা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে শাহবাগ থানা-পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন জানান, সকালে মৎস্য ভবন থেকে শাহবাগ মোড়ে যাওয়ার রাস্তার বাঁ পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল পুরোনো ও ময়লাযুক্ত জামা।তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ৫০ বছর হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসআই মো. গোলাম হোসেন।